ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ক্লোজ সার্কিট ক্যামেরা ফেস রিকগনাইজিং সফটওয়্যারে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ‘সবার আগে ঢাকা অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সফটওয়্যারের আওতায় আসলে সিটি করপোরেশনের কোনো এলাকায় দুর্বৃৃত্ত, মাদক ব্যবসায়ী, জঙ্গি থাকলে তাদের ছবি সিসি ক্যামেরায় ক্যাপচার হলে তাদের নাম পরিচয় ও ঠিকানা সবকিছু আমরা স্টোরেজ করে রাখতে পারবো।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে সেই এলাকার কোনো তালিকাভুক্ত সন্ত্রাসী, পুলিশের ডাটাবেজে যার নাম আছে- সে এলাকায় প্রবেশ করলেই পুলিশের কন্ট্রোল রুমে অ্যালার্ম বাজবে। পাশাপাশি পুলিশের ডাটাবেজের সঙ্গে একটা ইন্ট্রিগেশন হবে। আমরা একটা গ্রিন, ক্লিন, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে ঢাকা উত্তরকে গড়ে তুলবো।’
বিডি প্রতিদিন/ফারজানা