বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম গাজী দস্তগীর বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সহায়তাসহ সকল সমস্যার সমাধান করা হবে। এছাড়া তারা যেন আবারও রেশম কাপড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে সেজন্য ঋণের ব্যবস্থাসহ কারিগরি সহায়তা দেয়া হবে।
আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতীপাড়ায় তাঁতী, রিলার ও বসনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, পুলিশ সুপার এইচএম আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রেশম বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাঁতী বোডেল সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, সচিব লোকমান হোসেন, চেয়ারম্যান শাহ্ আলম, যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মজ্ঞুরুল হাফিজ প্রমূখ। পরে বস্ত্র ও পাট মন্ত্রী হরিনগর রেশম কারখানা পরিদর্শন ও তাঁতীদের সাথে মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ