মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে যারা মুক্তিযুদ্ধ করে নাই তাদেরও মুক্তিযোদ্ধা বানিয়েছে।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘উন্নয়ন সহ্য করতে না পেরে, বিএনপি এখন দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই বিভিন্নভাবে ষড়যন্ত্র করেই চলেছে।’
‘বিএনপি বঙ্গবন্ধুর নামে অপপ্রচার করছে। বিএনপি ও জাতীয় পার্টি ৩০ বছর দেশ শাসন করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তারা দুই দলই লুটপাট করেছে,’- বলেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ