আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট গুণীজন কৃষিবিদ ড. মির্জা এ. জলিল ২০২১ সালে অর্থনীতিতে একুশে পদক লাভ করায় কৃষক লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে এই সংর্বধনা দেওয়া হয়।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় ফরিদুন্নাহার লাইলী কৃষক লীগের সাবেক সভাপতি কৃষিবিদ মির্জা জলিলকে অভিনন্দন জানান এবং কৃষি সেক্টরে তার অবদানের কথা তুলে ধরেন।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ছাত্র জীবন থেকেই কৃষিবিদ ড. মির্জা জলিল কৃষি কর্মমুখী একজন কৃষক নেতা ছিলেন। তিনি দেশের একজন প্রতিমন্ত্রী, সচিব, পানি সম্পদের মহাপরিচালক এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি সর্বক্ষেত্রে কৃষি ও কৃষকদের কল্যাণে কাজ করেছেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ জাহাঙ্গীর আলম, মো. আবুল হোসেন, শাখাওয়াত হোসন সুইট, অর্থ সম্পাদক আলহাজ্জ নাজির মিয়া, সাংগঠনিক সম্পদাক অ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, এম. এ ওয়াদুদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্জ আব্দুস সালম বাবু, ঢাকা জেলা দিক্ষণ কৃষক লীগের সভাপতি জাকিউদ্দিন আহমেদ রিন্টু, ঢাকা জেলা উত্তরের বৃক্ষরোপন কমিটির আহ্বায়ক মহসিন করিম ও সদস্য সচিব আহসান হাবিব।
বিডি-প্রতিদিন/শফিক