৫ মার্চ, ২০২১ ১৬:০৪

জামায়াত-বিএনপি জোটের সময় দেশে দুর্ভিক্ষ ছিলো: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

জামায়াত-বিএনপি জোটের সময় দেশে দুর্ভিক্ষ ছিলো: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াত জোটের সময় দেশে দুর্ভিক্ষ বিরাজ করছিলো। কৃষকদের অংশগ্রহণে আলু ফসলে মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাই শিল্প ও রফতানি উপযোগী উচ্চ ফলনশীল জাতসমূহ বিষয়ে মাঠ দিবসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন।

শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার।

প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ব্যাপক অব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশে দুর্ভিক্ষ বিরাজ করছিলো। সার, তেল উন্নত বীজের ব্যবস্থা ছিলোনা। সার চাইতে গিয়ে  ১৮ জন কৃষককে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করতে হয়েছিলো। 

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছরে কৃষির ব্যাপক পরিবর্তন এনেছেন। বাংলাদেশের ভাবমুর্তি প্রতিনিয়ত উজ্জ্বল হচ্ছে। সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা আবকাঠামো, ডিজিটাল বাংলাদেশ সহ বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। কিছুদিন আগে আমরা স্বীকৃতি পেলাম নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ এত দ্রুত  সারা বিশ্বকে চমকে দিতে পেরেছে। আজকে আমরা উন্নয়নের সক্ষমতার জায়গায় আসতে পেরেছি। খাদ্য পুষ্টিতে এগুতে পেরেছি বলে আমরা করোনা মোকাবেলা করতে পেরেছি।

মাঠ দিবসে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর বিএডিসি বীজ ও উদ্যানের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি রিপন কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক স্বপন কুমার খান, মানসম্পন্ন আলু উৎপাদন ও সংরক্ষণের প্রকল্প পরিচালক আবির হোসেন, চিফ কো-অডিনেটর (গবেষণা সেল) ড. রেজাউল করিম প্রমুখ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর