মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করার জন্য ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার মুক্তি ছিল অপরিহার্য। তাই এ দিনটি বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শেখ হাসিনার কারামুক্তি দিবসের কথা স্মরণ করে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ক্ষমতার স্বপ্নে দেশের কিছু ব্যক্তি ও দুই দলের অনেক নেতা বিভোর ছিলেন। তবে তাদের সে দিবাস্বপ্ন পূরণ হয়নি। কারাবন্দী শেখ হাসিনা এবং অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির মধ্য দিয়ে পুনরায় গণতন্ত্র তার যাত্রাকে অব্যাহত রাখতে সক্ষম হয়েছিল। এ ছাড়া তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসকল মিথ্যা মামলা দায়ের করেছিল তার একটিও প্রমাণ করতে পারেনি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী। এ সময় মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন। এ ছাড়া বিকল্প কর্মসংস্থানের জন্য ইশিল আহরণকারীদের মাঝে গাভী এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের পুরস্কার ও সাউন্ড সিস্টেম বিতরণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ