শিরোনাম
১৪ মার্চ, ২০২২ ১২:৩০

মানবতা কোথায় ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

মানবতা কোথায় ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: খাদ্যমন্ত্রী

সাইলো বিতরণ অনুষ্ঠানে সাধন চন্দ্র মজুমদার। ছবি- সংগৃহীত।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মানবতা কোথায় ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তখন জিয়াউর রহমান ছিলেন। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তিনি তাদের প্রতিষ্ঠিত করেছেন।

আজ সোমবার বেলা ১১টায় নওগাঁর রানীনগরে কৃষকদের মাঝে সাইলো বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়াকে বাড়িতে রেখে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরও একটি গোষ্ঠী অভিযোগ করছেন তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। 

তিনি বলেন, খাদ্যশস্য সংরক্ষণে বাড়ি বাড়ি সাইলো বিতরণ করা হচ্ছে। সাইলোতে বন্যার সময় খাদ্যশস্য সংরক্ষণ করা যাবে। কোনো বাতাস প্রবেশ করবে না এতে। এমনকি মাটির নিচেও পুতে রাখা যাবে। এটা অনেক শক্ত, বুয়েট থেকে পরীক্ষা করা। এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ সাইলো বিতরণ করা হয়েছে।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর