নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি চোখে সরষের ফুল দেখছে। বাংলাদেশের সংবিধান সারাবিশ্বে প্রশংসিত সংবিধান। সংবিধান অনুযায়ী অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হচ্ছে- বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। এখানে সরকার কোন বিষয় নয়। প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন। নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকলে সরকারের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনকালে প্রশাসন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
দ্রব্যমূল্যের ব্যাপারে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে দ্রব্য নিয়ন্ত্রণে রেখেছি। ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়া সারা বিশ্বে। সারাবিশ্বে এখন জ্বালানির মূল্য বাড়বে, গ্যাসের মূল্য বাড়বে, তেলের মূল্য বাড়বে, নিত্য প্রয়োজনীয় ফুডপ্রাইস বাড়বে।
ইউক্রেন যুদ্ধে প্রভাব প্রতিক্রিয়ায় নিজেদের আড়াল করতে পারিনি ও করিনি।
এসময় উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ। মতবিনিময় শেষে তিনি জেলা আওয়ামী লীগের নির্ধারিত বর্ধিত সভায় অংশ নেন।
বিডি-প্রতিদিন/শফিক