শিরোনাম
১৫ মে, ২০২২ ১০:০৩

বাংলাদেশ কখনোই শ্রীলংকার মতো হতে পারে না : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশ কখনোই শ্রীলংকার মতো হতে পারে না : প্রতিমন্ত্রী

শনিবার বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‌‘বাংলাদেশ কখনোই শ্রীলংকার মতো হতে পারে না। বাংলাদেশ আর শ্রীলংকা এক কথা নয়। শ্রীলংকার ফরেন রিজার্ভ ২ বিলিয়ন ডলার আর বাংলাদেশের ফরেন রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার। কোথায় ২ বিলিয়ন ডলার আর কোথায় ৪২ বিলিয়ন ডলার।’ 

গতকাল শনিবার বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কখনো স্বপ্নেও ভাবিনি বাংলাদেশ অন্য দেশকে ঋণ সহায়তা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকাকে ৭৩ মিলিয়ন ডলার ঋণ দিয়েছেন। আফ্রিকান কান্ট্র্রিকেও ঋণ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সক্ষম কান্ট্রি। নেতৃত্বের গুণে বাংলাদেশ সেই ধাপে চলে গেছে।’ 

তিনি বলেন, ‘যারা বলেন, বাংলাদেশের অবস্থাও নাকি শ্রীলংকার মতো হবে, তারা আসলে মনগড়া কথা বলেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর যেকোনো সমৃদ্ধশালী দেশের কাতারে দাঁড়াতে সক্ষম হবে।’ 

মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম, বিএমপি’র অতিরিক্ত কমিশনার এনামুল হক ও প্রলয় চিসিম, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদার, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যাপক স.ম ইমামুল হাকিম ও সাধারন সম্পাদক এসএম জাকির এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক। 

অনুষ্ঠানে মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তা বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 
 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর