স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, দুঃশাসন কায়েম করলে বা সুশাসনের জন্য কাজ না করলে বার বার মানুষের সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা ভোটের জন্য কাজ করবো কেন? মানুষের জন্য কাজ করব। জনপ্রতিনিধিদের মর্যাদার জায়গায় যেতে হবে। সেখানে যেতে না পারলে জোর করে হয়তো টাইটেল পাবেন, কিন্তু কোনো লাভ নেই। তাই আমাদের জনগণের জন্য কাজ করতে হবে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্প এবং ইউএনডিপি কর্তৃক আয়োজিত ‘স্টেকহোল্ডার কনফারেন্স অন লোকাল গভর্ন্যান্স: প্রগ্রেস, লার্নিং এবং ভবিষ্যৎ কর্মসূচি’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর উন্নয়নের মোমেন্টামের পরিবর্তন হয়েছে। কারণ বঙ্গবন্ধুর যে দর্শন ছিল, সেই দর্শন নিয়ে কাজ শুরু করেছেন তিনি। মাথাপিছু আয় ৩০০ ডলার থেকে উন্নীত হয়ে এখন ২৮২৪ ডলার। আমাদের লক্ষ্যমাত্রা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া।
১৯৭২ সালের বঙ্গবন্ধুর সংবিবিধানে বলা আছে, জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং জনগণ একসঙ্গে কাজ করবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর এটা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সবাই মিলে যৌথভাবে কাজ করে বাংলাদেশকে একটা পরিবর্তনের জায়গায় নিয়ে আসবো। সম্পদ সৃষ্টি করে অন্যকে ভোগ করার সুযোগ করে দিতে হবে। কোথায় কী করণীয় আছে, শনাক্ত করে সমাধান করতে হবে।
এ সময় ইএএলজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল হক, সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত জনাব নাটালি শুয়ার্ড, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মেদ মেজবাহ উদ্দিন চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ আরো অনেকে বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন