১১ আগস্ট, ২০২২ ২৩:৪৩

দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দেইনি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দেইনি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো দুষ্কৃতকারীদের আমরা রাজপথ ইজারা দেইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করবে, সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবে না। বিএনপির ব্যানারে দেশে দুষ্কৃতকারীরা আবার যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্যই আগামী মাস থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখবো।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, মীর ইকবাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তথ্যমন্ত্রী বলেন, কোনো দেশে যদি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকে, তবে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। সেখানে আমাদের প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ রয়েছে। বর্তমানে রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে ৪৫তম। আর দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই আমাদের অবস্থান।

তিনি এসময় গণমাধ্যমে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাতকারের সমালোচনা করে বলেন, তারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন। কিন্তু এখন অর্থনীতির বিশেষজ্ঞ হয়েছেন। তারা কোনো পূর্বাপর বিশ্লেষণ না করেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের সমালোচনা করছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর