২ জানুয়ারি, ২০২৩ ১৯:২৯

চাইলেই যে কেউ নির্বাচন করতে পারে, এটা একটা মজার দেশ : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

চাইলেই যে কেউ নির্বাচন করতে পারে, এটা একটা মজার দেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘নির্বাচনের বহুদিন বাকি। দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচন নিয়ে দুই মাস আগে আলোচনা হয়। আর বাংলাদেশে কী ঢং। সবাই এক বছর আগেই হইচই শুরু করে। এটা খুবই দুঃখজনক।’

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে অত উদ্বিগ্ন নই। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে, যা সুষ্ঠুভাবে এবং সময়মতোই হবে। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে।’

নির্বাচনে সবার অংশগ্রহণ পদ্ধতির সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘আমেরিকায় চাইলে যে কেউ নির্বাচন করতে পারে না। যে দলের সমর্থন কম তারা নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে না। আমাদের দেশে চাইলেই যে কেউ নির্বাচন করতে পারে। এটা একটা মজার দেশ।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর