আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুচক্রীমহল, রাজাকার আলবদর ও আলসামসের গোষ্ঠী যদি নির্মমভাবে সপরিবারে হত্যা না করতো তাহলে আজকে বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করতো।
মঙ্গলবার বিকেলে কসবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী আরও বলেন, রাজাকারের দোসররা পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের স্বাধীনতাকে, পতাকাকে সম্পূর্ণ নির্মূল করতে চেয়েছিলো।
কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক কাজী আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বকুল, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ, মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ অন্যরা। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল