স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান সবচেয়ে বেশি উন্নত হয়েছে। সরকার স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তিনি জানান, বাংলাদেশের কোন রোগী আর হাসপাতালের ফ্লোরে থেকে চিকিৎসা নেবে না। সকল রোগী এখন হাসপাতাল বেডে থেকে চিকিৎসা নেবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নবনির্মিত আধুনিক বহির্বিভাগ ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় জাহিদ মালেক আরো বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনটি ঊর্ধ্বগতি সম্প্রসারণ করে এখানে আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল শীঘ্রই চালু করা হবে বলেও জানান মন্ত্রী। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক সচিব হাবিবুর রহমান খান, অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা, ইউএনএইচসিআর-এর এর কক্সবাজার অঞ্চলের প্রধান ইয়োকো আকাসাকা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন। জেলা সদর হাসপাতালের নবনির্মিত আধুনিক বহির্বিভাগ ভবনটি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে নির্মাণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক