শিরোনাম
২৬ জানুয়ারি, ২০২৩ ১৯:৪৪

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে: এলজিআরডি মন্ত্রী

লাকসাম প্রতিনিধি

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তি স্মার্ট হওয়ার পাশাপাশি সামগ্রিক সব বিষয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ, আমার গ্রাম আমার শহর, ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ এগুলোর সাথে সাংঘর্ষিক নয়; একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশি নিজেকে এগিয়ে নিবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে।

বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে ৫টি সরকারি ও দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা চেয়ারম্যান মো. ইউনুস ভূইয়া, লাকসাম পৌর মেয়র মো. আবুল খায়ের। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর