বর্তমান সরকারের শাসনামলে শিক্ষা খাতে যে উন্নতি হয়েছে তা অন্য কোন সময় হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)। তিনি বলেন, দেশে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে, শিক্ষকদের যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষকরা যে মর্যাদা পেয়েছে অতীতের কোন সরকার কোন সময় এ মূল্যায়ন করেনি।
শনিবার দুুপুরে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতির নাজিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ডিজিটাল ল্যাব প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের যে মর্যাদা দেয়া হয়েছে এটা অতীতে কখনোই ছিলো না।
বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে পিরোজপুর জেলা শাখার সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
বিডি-প্রতিদিন/শফিক