এদেশের তরুণরাই বিএনপির অশুভ কর্মকাণ্ডের মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি’র রোডমার্চ করা নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, যাদেরকে নিয়ে বিএনপি রোডমার্চ করে সরকারের পতন ঘটাতে চায় সেই লক্ষ লক্ষ তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অভিনন্দন জানায়, সমর্থন জানায় এবং তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়। গত নির্বাচনে আওয়ামী লীগের ঘোষণা পত্রে ছিল ‘তরুণ্যই শক্তি এবং তারণ্যই আমাদের ভবিষৎ’ সেই তরুণদের নিয়ে বিএনপি’র সকল চক্রান্ত্রের মোকাবেলা করবো ইনশআল্লাহ।
কৃষিমন্ত্রী আরও বলেন ‘তত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অন্য কোন অল্টারনেটিভ নাই। তাদেরকে সংবিধান অনুযায়ী যে সরকার ক্ষমতায় রয়েছে একটি নির্বাচিত সরকার এই সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে।’
এ ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন সাবেক সংসদ সদ্যস অনুপম শাহজাহান জয়। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেল নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল