১২ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:২১

‘‌আজকের তরুণ প্রজন্ম ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের কর্ণধার হবে’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘‌আজকের তরুণ প্রজন্ম ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের কর্ণধার হবে’

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। এখন তিনি ২০৪১ সালে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। আজকের তরুণ প্রজন্ম হবে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের কর্ণধার। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকতে খেলাধুলা করতে হবে।

সোমবার সকালে বরিশাল জিলা স্কুলের ১৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লষ্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিন শিকদার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, বিএম কলেজ ছাত্রকর্ম পরিষদের সাবেক ভিপি মো. মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান মাহাদ।

উদ্বোধনের পর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর