বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজামান রিপন বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যাকারী শেখ হাসিনা সীমান্তের ওপারে বসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
তিনি আরও বলেন, নিজ দেশের জনতার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে ভবিষ্যতে বিচারের মুখোমুখি হওয়া থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দিয়ে ষড়যন্ত্রমূলক কাজ করাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনে হতাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শেষে এসব কথা বলেন রিপন।এ সময় নিহত পরিবারের সদস্যবৃন্দ কান্নায় ভেঙে পড়েন এবং গণহত্যার নির্দেশদাতা পলাতক খুনি শেখ হাসিনার বিচার দাবি করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, শহর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত