১২ আগস্ট, ২০২৪ ১৯:৩৮

শেখ হাসিনা সীমান্তের ওপারে বসে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন : রিপন

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা সীমান্তের ওপারে বসে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন : রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজামান রিপন বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যাকারী শেখ হাসিনা সীমান্তের ওপারে বসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন। 

তিনি আরও বলেন, নিজ দেশের জনতার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে ভবিষ্যতে বিচারের মুখোমুখি হওয়া থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দিয়ে ষড়যন্ত্রমূলক কাজ করাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনে হতাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শেষে এসব কথা বলেন রিপন।

এ সময় নিহত পরিবারের সদস্যবৃন্দ কান্নায় ভেঙে পড়েন এবং গণহত্যার নির্দেশদাতা পলাতক খুনি শেখ হাসিনার বিচার দাবি করেন। 

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, শহর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর