বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার বেলা পৌনে ১১টায় জাপা চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের বারিধারার বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান সারাহ কুক।
সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাপা চেয়ারম্যান।এসময় জাপা চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আগের মতোই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
বৈঠকে জাপা চেয়ারম্যানের সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত