সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণী চেয়ে প্রজ্ঞাপন জারি করায় অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক মোবারক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি এই মোবারকবাদ জানান।
চরমোনাই পীর বলেছেন, ‘বিচার বিভাগ-সিভিল প্রশাসন-পুলিশ প্রশাসনসহ সর্বত্রই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত সময়ের সবচেয়ে ভালো ও যুগোপযোগী সিদ্ধান্ত। গত ১৬ বছরের স্বৈরাচারী জালিম হাসিনার পতন হয়েছে। সরকারি চাকরিতে ২৬টি ক্যাডার রয়েছে। পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু কেউ-ই সরকারের এ সিদ্ধান্ত মানছে না। ফলে সরকারদলীয় নেতাকর্মী, মন্ত্রী-এমপি, সরকারের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সকলে মিলে দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এ সিদ্ধান্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন একটি সিদ্ধান্তের জন্য বর্তমান উপদেষ্টা সরকারকে কী বলে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না।’
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সকল গঠনমূলক কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে।
বিডি প্রতিদিন/জুনাইদ