প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার শফিক রেহমানের বাসায় দেখা করতে যান তিনি।
এ সময় রিজভী শফিক রেহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তখন তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার।
এর আগে, শেখ হাসিনা সরকারের হয়রানির শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান ১৮ আগস্ট দেশে ফেরেন।
উল্লেখ্য, শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।
বিডি-প্রতিদিন/শআ