বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেন, ‘ঢাকা-৫ আসনে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। যে কোনো চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরপরও যে দুষ্কৃতিকারীরা চাঁদাবাজির চেষ্টা করছে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে- নিয়ে যাবে। কেউ নৈরাজ্য করলে প্রয়োজনে আপনারা তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’
বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাই। বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সীমাহীন জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও হয়রানি করেছে। তারা না জানি কত মায়ের বুক খালি করেছে। তাদের স্বৈরশাসনের যাতাকলে নিষ্পেষিত হয়েছে জাতি।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় শুধু ঢাকা-৫ আসনেই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শত শত মানুষ। আমি প্রতিনিয়ত নিহত ও আহতদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ পর্যন্ত নিহত ৬০ জনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে বাকি পরিবারের পাশেও দাঁড়ানো হবে।’
এ দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামশেদুল ইসলাম শ্যামল, মো. মাহবুবসহ ৪৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শআ