নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেছেন, দেশের ১৮কোটির মানুষের প্রাণের সংগঠন হলো বিএনপি। এই বিএনপিতেই মানুষের আস্থা। বিএনপিই আশা ভরসাস্থল। আওয়ামী লীগের দমন পীড়ন বিএনপিকে আরো জনপ্রিয় করে তুলেছে।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ।
প্রধান বক্তা জহুরুল আলম বলেন, বিএনপি দলীয়ভাবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করবে। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। নির্বাচনে ধানের শীষে মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। প্রার্থী যেই হোক না কেন ধানের শীষের জন্য সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন ও মশগুল ইসলামের সঞ্চালনায় এতে উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকগণ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/মুসা