আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ আমাদের সবাইকে মেরে কেটে নিশ্চিহ্ন করলে তার আর শত্রু থাকবে না, তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। তাকে দিনে-দুপুরে পালিয়ে যেতে হলো, তার মত দিনে দুপুরে এভাবে পৃথিবীতে কোন স্বৈরাচার পালায় নাই।
আজ শনিবার এবি পার্টি ফেনী জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ফেনীর প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্ত্বরে বিকাল ৩টায় এ গণসমাবেশ শুরু হয়।
এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের রক্ত ঘাম পানি করে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের টাকা চুরি করে। যারা বিদেশে পাচার ও কানাডা, বৃটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বেগম পাড়া বানিয়েছেন সে সকল আওয়ামী লুটেরারা আজ পালিয়ে বেড়াচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন কী দোষ ছিল ছাত্রদের? তারাতো মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার ন্যায্য দাবি তুলেছিল। কেন তাদের গুলি করে গণহারে হত্যা করা হলো?
ফেনীর মেধাবী ছাত্র ইশতিয়াক শ্রাবণ ও মাহবুব হাসান মাসুদসহ ১৩ জনের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এসকল শহীদদের নামে ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় আগ্রাসন মোকাবিলার জন্য বীর শমশের গাজীর নামে ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠারও দাবি জানান তিনি। এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতি দেশে একটি কল্যাণকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্তের ওপার থেকে পতিত স্বৈরাচার হুমকি দিচ্ছে টুক করে নাকি সে এদেশে ঢুকে পড়বে! তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যেদিন বাংলাদেশে আসার চেষ্টা করবেন সেদিন আবু সাইদ ও মুগ্ধরা আবার হাবিলদার রজব আলী হয়ে ফিরে আসবে। যদি মনে করেন আবার আওয়ামী লীগের এদেশে স্থান হবে তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন।
তিনি আরও বলেন, ফেনী নদীর পানি নিয়ে ভারত যা করছে তাতে মনে হচ্ছে তারা কোন গোপন চুক্তি করেছে! যদি এরকম কোন গোপন চুক্তি হয়ে থাকে তাহলে তিনি তা অবিলম্বে বাতিল করার দাবি জানান।
ফেনীর বিলোনীয়া সীমান্তে উত্তেজনা সৃষ্টির নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতকে মনে রাখতে হবে তাদের হাতের পুতুল মহিলা লক্ষ্মণ সেন পালিয়ে গেছে তাকে নিয়ে আর স্বপ্ন দেখবেন না।
জেলার অন্যতম নেতা শাহদাৎ হোসেন সাজুর সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেল শাখার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত