মাগুরায় জেলা বিএনপির অন্তর্গত সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (৮ জান) সকালে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিলুপ্ত কমিটির মধ্যে রয়েছে সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি গঠন করা হবে।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেগুলো ২০১৮ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। গত ১৩ ডিসেম্বর মাগুরা জেলা বিএনপির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। এরপর নতুন কমিটি এই প্রথম কোনো বড় সাংগঠনিক পদক্ষেপ নিলো।
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের একজন ফারুকুজ্জামান বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে জেলার অন্তর্গত উপজেলা ও পৌরসভার ছয়টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা। এরপর তারা গঠন করবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি। আগামী তিন মাসের মধ্যে এসব কাজ শেষ করে সম্মেলন আয়োজনের লক্ষ্যে আমরা কাজ করছি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন