ঈশ্বরের আটকাদেশ চেয়ে আদালতে আবেদন করেছেন এক ইসরায়েলি ব্যক্তি। তার দাবি বছরের পর বছর তার ওপর ঈশ্বর অন্যায় করে আসছে এবং এ ব্যাপারে পুলিশে অভিযোগ দিয়েও কাজ হয়নি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম এনআরজি জানিয়েছে, ওই ব্যক্তির নাম ডেভিড শোশান। আদালতে তিনি নিজেকে উত্তর ইসরায়েলের বন্দর নগরী হাইফার বাসিন্দা বলে উল্লেখ করেছেন। আদালতে তার আর্জিতে ডেভিড জানিয়েছেন, ঈশ্বর তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে আসছেন। তবে এ আচরণের বিস্তারিত বিবরণ তিনি দেননি।
তিনি দাবি করেন, ঈশ্বরের এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার পেতে তিনি বেশ কয়েকবার পুলিশকে ফোন করেছিলেন। ১০ বার পুলিশ তার বাসায়ও গিয়েছিলো। তবে এ ধরণের পদক্ষেপে কোনো ফায়দা হয়নি। তাই পুলিশ তাকে আদালতের কাছ থেকে ঈশ্বরের বিরুদ্ধে আটকাদেশ চাওয়ার পরামর্শ দিয়েছে।
আদালত অবশ্য শোশানের আবেদন বাতিল করে দিয়েছে। বিচারক আহসান কানান বলেছেন, এ আবেদন বিভ্রান্তিমূলক। তিনি আবেদনকারীকে আদালতের বাইরে অন্য কোনো সূত্র থেকে সহযোগিতা চাওয়ার পরামর্শ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ