সেলফির ঠেলায় ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন ঐতিহাসিক মূর্তি। পর্তুগালের এই ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
পর্তুগালের সেন্ট্রাল লিসবনে রোশিও রেল স্টেশনের ঠিক বাইরেই ছিল ১২৬ বছরের পুরনো ডোম সেবাস্তিওর মূর্তি। মূর্তির পাদানিতে উঠে সেলফি তোলার চেষ্টা করে এক ব্যক্তি। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১৭'শ শতাব্দীতে তৈরি ডোম সোবাস্তিরও মূর্তি। ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালানোর চেষ্টা করলেও, স্ট্যাচু ভেঙে পড়ার শব্দে সেখানে হাজির হয় পুলিশ। দোষী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
পর্তুগিজের ইতিহাসে এক করুণ চরিত্র ডোম সেবাস্তিও। ১৫৫৭ থেকে ১৫৭৮ পর্যন্ত তিনি পর্তুগালে রাজত্ব করেন। মাত্র ২৪ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তার। তবে তার মৃতদেহ ঠিকমতো চিহ্নিত করা যায়নি। পর্তুগালে লোকমুখে রটে যায় যে দেশের চরম দুর্দশার সময় ডোম সেবাস্তিও এসে পর্তুগালকে রক্ষা করবেন।
কিন্তু সেলফির অত্যাচার থেকে তিনিও নিজেকে রক্ষা করতে পারলেন না!
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন