চোখ ধাঁধানো ব়্যাম্প শো দেখে থাকতে পারেন, কিন্তু কখনো কি পশুদের ব়্যাম্প মাতাতে দেখেছেন? শুনে অবাক হলেও গতকাল শনিবার ভারতে এমনই এক ব্যতিক্রমী র্যাম্প শো`য়ের আয়োজন করা হয়। যে শো`তে অংশ গ্রহণকারীরা সবাই ছিল গরু। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হরিয়ানা রাজ্যের রাতেকে ৬৩০টিরও বেশি গরু ও ষাড় ওই ব্যতিক্রমী ব়্যাম্পে অংশ নেন। শুধু এসে দাঁড়ানো নয়, নানারকম কসরত করেও দেখাতে হয় ওই পশুদের। এরপর বিচারকরা পশুদের স্বাস্থ্য, দৈহিক গঠন ও সৌন্দর্যের ভিত্তিতের ১৮ গরু ও ষাড়কে বিজয়ী ঘোষণা করেন।
এ বিষয়ে রানধির সিং নামের এক কৃষক বলেন, আমি আমার সেরা গরুকে প্রতিযোগিতায় প্রদর্শন করি। আশা করেছিলাম সে জয়ী হবে। পরবর্তীতে বিচারকরাও তাকে পছন্দ করেছে এবং সে একটি পুরস্কার জয় করেছে। এতে আমি গর্ব বোধ করছি।
প্রসঙ্গত, হরিয়ানা রাজ্যের প্রায় ২১টি জেলার কৃষক ও পশুপালকরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৬/মাহবুব