১১ মে, ২০১৬ ০৯:০৮

প্রকাশ্যে স্তন্যপান করানোর দাবিতে অভিনব প্রতিবাদ!

অনলাইন ডেস্ক

প্রকাশ্যে স্তন্যপান করানোর দাবিতে অভিনব প্রতিবাদ!

কোলের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য উপযুক্ত কোন জায়গা নেই। বাথরুমে গিয়ে লুকিয়ে স্তন্যপান করাতে হয়। 

বারবার প্রশাসনের কাছে এই পরিস্থিতির পরিবর্তন চেয়ে আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। গর্জে উঠলেন মায়েরা। 

হংকংয়ের তাইওয়াই রেলস্টেশনে এক অভিনব প্রতিবাদ করলেন তারা। প্রায় শতাধিক মা জড়ো হন স্টেশনে। তারপর তারা স্টেশনের উপরেই বসে পড়েন। কোলের সন্তানকে কম্বলে জড়িয়ে স্তন্যদুগ্ধ পান করালেন মায়েরা।

সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মায়েরা 'ম্যামামিল্ক বেবি অ্যালায়েন্স' নামের একটি সংগঠন খুলেছেন। তাদের  একটাই দাবি, জনসমক্ষে স্তন্যপান করাতে দিতে হবে। দিতে হবে ন্যূনতম শিশু সুরক্ষা। 

এদিকে, তাইওয়াই স্টেশনে যখন এভাবে মায়েদের প্রতিবাদ চলছে, তখন ভিড় জমে যায় চারদিকে। কাজ ফেলে দাঁড়িয়ে পড়েন অনেকেই। কেউ কেউ এই ঘটনার নিন্দাও করেন।

 

 


বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-০৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর