পৃথিবীতে প্রায় ভূমি কিংবা খনি ধসের খবর পাওয়া যায়। কিন্তু কখনো কি মহাকাশে এ ঘটনার কথা শুনেছেন। অবাক হওয়ার মতো কথা হলেও এমনই ঘটনা ঘটেছে মহাকাশের উজ্জ্বল বস্তু ধূমকেতুতে। আর সেই ছবি তুলে ফেলছেন নাসার মহাকাশচারী মরিসিও পাজোলা। তিনি বর্তমানে রয়েছে ‘রোজেট্টা’ মহাকাশযানে।
২০১৬ সালের ৪ জুলাই এবং ১০ জুলাই পাজোলা ছবিগুলি তুলেছিলেন বলে জানিয়েছে নাসা। নাসার এই বিজ্ঞানীর ওপরে মঙ্গলের উপগ্রহগুলির ছবি তোলার দায়িত্ব রয়েছে। সেই ছবি তুলতে তুলতেই ধূমকেতুতে ধস নামার ছবি ক্যামেরাবন্দী করেছেন তিনি।
পাজোলা নাসাকে পাঠানো বার্তায় জানিয়েছেন, মঙ্গলের উপগ্রহের ছবি তুলতে তুলতেই আচমকা একটি অতি উজ্জ্বল বস্তু তাঁর ক্যামেরার আওতায় আসে। তিনি বুঝতে পারেন, সেটি একটি ২০০ ফিট লম্বা ধূমকেতুর আলো। যার নাম ৬৭ পি। আনুমানিক ২০১৫ সালের ডিসেম্বর মাসে ওই ধূমকেতুতে ধস নেমেছিল। সেই আলো পাজোলার কাছে পৌঁছতে এতদিন লেগে গেছে। এই ঘটনা অতি বিরল বলেই দাবি করেছেন বিজ্ঞানীরা।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/মাহবুব