সাপের গা থেকে বেরিয়ে রয়েছে সবুজ রঙের লম্বা লম্বা কাঁটা৷ এমন সাপ আগে দেখেছেন? না দেখারই কথা৷ কারণ এটি সাপটির আসল চেহারা নয়৷ পেটের ক্ষিদে মেটাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে বসেছে সে৷ একটি সজারুকে খেতে গিয়ে এই অবস্থা হয় সাপটির।
চোখের সামনে সাপকে নড়াচড়া করতে দেখলে বেশিরভাগ মানুষই শিউরে ওঠেন৷ কিন্তু গত সপ্তাহে ঘটল এক্কেবারে উল্টো ঘটনা৷ বৃহদাকার সাপটিই যন্ত্রণা আর আতঙ্কে ছটফট করতে থাকল দীর্ঘক্ষণ৷ আর পাঁচটা সাপের মতোই ঘুরে বে়ড়াচ্ছিল সে৷ কিন্তু সজারুর সাথে লড়াইয়ের পরই বিপাকে পড়ে যায় সাপটি৷ বুঝতেও পারেনি, এমন কিছু ঘটতে পারে৷ সজারুর কাঁটা তার শরীরে ঢুকে যায়৷ তারপরই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দেয় সাপটি৷
এখানেই শেষ নয়৷ ঘটনার মিনিট দুয়েক পর আবার সাপের সামনে এসে হাজির হয় এক কুকুর৷ কুকুরটি সাপকে দেখে চিৎকার জুড়ে দেয় সে৷ ফলে আরও ভয় পেয়ে যায় সাপ৷ বাঁচানোর তাগিদে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে ফেলে সে৷ ব্রাজিলের এমন শিউরে ওঠা দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন এক স্থানীয়৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এখন ভাইরাল হয়ে গিয়েছে৷
সাপের করুণ অবস্থা দেখে অনেকে বলছেন, সাপের দিনটা আজ ভাল গেল না৷ অনেকে আবার এই চেহারাকে সাপের নতুন স্টাইল স্টেটমেন্ট বলেও মজা করেছেন৷ তবে শেষমেশ সাপটির প্রাণ বাঁচল কি না, তা জানা যায়নি৷ দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল