গলফ টুর্নামেণ্টে তখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল। গলফারও ব্যস্ত নিজের পরবর্তী শট নেওয়ার জন্য। অনেকটা দূরে দাঁড়িয়ে খেলা দেখছিলেন কয়েকজন দর্শক। হঠাৎ তাঁদেরই মধ্যে একজন ক্যারি মুরিস একটা দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠলেন। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না মুরিস। গলফের শটের ছবি তোলার জন্য মোবাইল হাতে ধরাই ছিল। টুক করে একটা ছবি তুলে নিলেন তিনি। তার পরই চিত্কার করে ওঠেন গলফারদের সতর্ক করার জন্য। চিত্কার শুনে ঘুরে তাকাতেই গলফারদের চক্ষু চড়কগাছে! গলফ কোর্সে হেঁটে বেড়াচ্ছে দৈত্যাকার কুমির! গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তাঁদেরই দিকে! খেলা তখন মাথায় উঠেছে।
কুমিরটি গলফ কোর্স পেরিয়ে পাশের নদীতে ডুবে অদৃশ্য হওয়া পর্যন্ত সেখানে উপস্থিত সকলেই হা করে দেখলেন গোটা ব্যাপারটা। অবশ্য দাঁড়িয়ে দেখা ছাড়া আর কীই বা করতে পারতেন! প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এই ঘটনা মোবাইলে ভিডিও করে নেন। তারই একটি ভিডিও ফুটেজ এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে যে দৈত্যাকার কুমির বা অ্যালিগেটরটিকে দেখা গেছে সেটি লম্বায় প্রায় ২০-২২ ফুট! ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব