আমাদের খালি চোখে অনেক কিছুই সহজেই ধরা পড়ে না। উপরের ছবিটিতে তেমননি একটি প্রাণীর অস্তিত্ব বিদ্যমান, যা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ছবিতে রয়েছে একটি রান্নাঘর। যেখানে রয়েছে একজন রাঁধুনী। আশেপাশে রয়েছে বাসন এবং রাঁধুনীর মুখে রয়েছে এক রাশ রাগ। এই রাগের কারণ হলো খরগোশ। রান্নাঘরে একটা খরগোশ লুকিয়ে রয়েছে, যাকে রাঁধুনী দেখতে পারছেন না। আপনি কি দেখতে পারলেন সেই খরগোশকে।
কি হলো খুঁজে পেলেন না। এবার তাহলে নিচে চোখ রাখুন।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব