জীবন না বাঁচিয়ে আত্মহত্যা করতে যাওয়া পরিচারিকার ভিডিও করায় কুয়েতে এক নারীকে আটক করেছে পুলিশ। ভিডিওটিতে দেখা যায়, ওই নারীর পরিচারিকা আত্মহত্যা করার জন্য সাততলা বাড়ির ছাদ থেকে লাফ দিতে যান।
কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই সিদ্ধান্ত বদল করেন। একহাত দিয়ে জানালার ফ্রেম ধরে ঝুলে থাকেন। বাঁচানোর জন্য গৃহকর্ত্রীকে অনুরোধ জানাতে থাকেন। কিন্তু গৃহকর্ত্রী এগিয়ে আসেননি। তিনি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন।
পরে ওই পরিচারিকার হাত পিছলে যায়। নরম কিছুর উপর পড়ায় ওই পরিচারিকা প্রাণে বেঁচে যান। পুলিশ এসে ওই পরিচারিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিচারিকার নাক ও কান দিয়ে অনবরত রক্ত পড়ছিল। তার হাত ভেঙে গেছে।
পুলিশের অভিযোগ, ওই নারী পরিচারিকাকে না বাঁচিয়ে তাকে ঝাঁপ দিতে উৎসাহ দিয়েছেন। তাই তাকে আটক করা হয়েছে।
পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে তা পেশ করার নির্দেশ দেয়া হয়েছে। কুয়েতে ছয় লাখেরও বেশি মানুষ পরিচারক বা পরিচারিকা হিসেবে কাজ করেন। যাদের মধ্যে অধিকাংশই এশিয়ার।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা