নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে কুকুরকে খেতে দিয়ে প্রতিবর্ত ক্রিয়া প্রমাণ করেছিলেন ইভান পাভলভ। পরীক্ষায় দেখা গিয়েছিল, বেশ কয়েক দিন ধরে একটা নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে খাবার দেওয়ার ফলে স্বয়ংক্রিয়ভাবেই প্রতিদিন ওই সময়ে লালা নিঃস্বরণ হচ্ছে কুকুরের। কিন্তু এ ক্ষেত্রে উল্টে গেল গোটা ঘটনাটাই। ঘণ্টা বাজিয়ে এ বার মানুষের কাছ থেকেই খাবার চাইল দু’টি বিড়াল। সম্প্রতি টুইটারে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, টেবলে খাবারের থালা সামনে নিয়ে বসে রয়েছে দু’টি বিড়াল। পাশেই রয়েছে দু’টি ঘণ্টা। বিড়াল দু’টি বারবার ঘণ্টা বাজিয়ে খাবার চাইছে। সেই মতো তাদের খাবার দেওয়াও হচ্ছে।
এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। কেউ বলছেন, “মানুষকে সঠিক প্রশিক্ষণ দিতে পেরেছে বিড়াল দু’টো। অভিনন্দন।” কেউ বা বলছেন, ‘‘এই বিড়ালদের দেখে বিজ্ঞানীদের শেখা উচিত।’’ অন্য দিকে ব্রিটিশ শ্রমিক সংগঠনের নেতা টম ওয়াটসন লিখেছেন, ‘‘ভিডিওটি না দেখে থাকতে পারলাম না।’’ পশু বিশেষজ্ঞ গিউলিয়া ক্রোচ লেখেন, ‘‘অনেক দিন পর এত সুন্দর একটা ভিডিও দেখলাম! সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার