ফেসবুকে একটি মিথ্যা পোস্ট করায় এক নারীকে জরিমানা করা হল ভারতীয় মুদ্রায় ৩.২ কোটি রুপি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।
নর্থ ক্যারোলিনার বাসিন্দা জ্যাকলিন হামুন্দ ২০১৫ সালে তার বন্ধু ড্যাভায়েন ডায়ালের ফেসবুকে একটি পোস্ট করে। যাতে ড্যাভায়েন ডায়ালকে জ্যাকলিন তার ছেলেকে খুনের জন্য অভিযোগে অভিযুক্ত করা হয়।
এই 'মিথ্যা' অভিযোগের প্রেক্ষিতেই আদালতে মামলা ঠোকেন ড্যাভায়েন। জ্যাকলিনের বিরুদ্ধে মানহানি, মানসিক যন্ত্রণার অভিযোগ আনেন তিনি। সেই মামলার রায়েই জ্যাকলিনকে ৩.২ কোটি জরিমানার নির্দেশ দেন বিচারক।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন