বর্তমান প্রজন্ম আত্মহত্যার বড় উপকরণ হিসেবে ফ্যানকেই বেশি বেছে নেন। কোনো কারণে রাগ বা ক্ষোভ তৈরি হলেই ঘরের দরজা বন্ধ করে ঝুলে পড়েন ফ্যানের সঙ্গে। তবে এবার সেই ফ্যানই ঠেকাবে আত্মহত্যা। কারণ এবার কেউ সিলিং ফ্যানে ঝুলতে গেলেই বেজে উঠবে সাইরেন।
এমন অভিনব পন্থা খুঁজে বের করেছে ভারতের রাজস্থান প্রদেশের একদল ছাত্র। খবর-আনন্দবাজারের।
রাজস্থানের কোটা শহরের একটি ছাত্রাবাস রয়েছে যেখানে পড়তে গিয়ে নানা কারণে হতাশ হয়ে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নেয়। শিক্ষার্থীদের আত্মহত্যার পথ থেকে ফেরাতে এই পদ্ধতির উদ্ভাবন করে ছাত্রাবাসেরই কয়েকজন ছাত্র।
ছাত্রাবাস কর্তৃপক্ষ জানায়, সিলিং ফ্যানে ২০ কেজি ওজনের কোনো কিছু যুক্ত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে বিপদের জানান দেবে। ফ্যানে থাকবে সেন্সর, যা অতিরিক্ত ওজনে সাইরেন বাজাতে থাকবে।
এতে আত্মহত্যার ঘটনা অনেকটাই কমানো যাবে বলে আমরা আশা প্রকাশ করেন ছাত্রাবাসের প্রধান নবীন মিত্তাল।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম