ভারতের গুজরাটে একদল সিংহ বেরিয়ে এলো মানুষের রাজ্যে। এক অদ্ভুত দৃশ্য দেখলেন। সেখানকার ব্যস্ত পিপাভাভ-রাউলা হাইওয়ের একেবারে মাঝখানে উঠে এলো একদল সিংহ। আধুনিক শহরের রাস্তাতেও সব চুপচাপ হয়ে গেলো। ওই রাস্তায় কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে গেলো ট্রাফিক। গতকাল ওই হাইওয়েতে ১০টিরও বেশি সিংহী কয়েকটি বাচ্চা-কাচ্চা নিয়ে হাজির হলো। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে চলে গেলো তারা। সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার