অনেকটা সিনেমার গল্পের মতো। জন্ম তারিখ এক ছিল বলে সহপাঠীরা তাদের নিয়ে মজা করতেন। কিন্তু আরও বিস্ময়কর কিছু অপেক্ষা যে করছিল সেটা তারা ভাবতেও পারেননি। এরপর বিবাহ। কিন্তু সন্তান ধারণে ক্ষেত্রে সমস্যা হওয়ায় তারা গেল চিকিৎসকের কাছে, আর সেখানেই জানা গেল তারা আসলে যমজ ভাই-বোন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এমনই ঘটনা ঘটেছে।
ডিএনএ পরীক্ষা করা ওই চিকিৎসক জানিয়েছেন, ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় ওই দম্পতির বাবা-মায়ের মৃত্যু হয়। কেউই অনাথ শিশুদের দায়িত্ব নিতে রাজি না হওয়ায় সরকার তাদের দায়িত্ব নেয়। এরপর দুটি পরিবার তাদের দত্তক নেয়। কোন পরিবারকেই জানানো হয়নি, ওই দুই শিশু যমজ। পরবর্তীতে কলেজজীবনে তাদের পরিচয় হয়। এরপর বিয়ে। কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেই কারণেই তাঁরা চিকিৎসকের শারণাপন্ন হয়। এরপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই ঘটনার কথা।
ওই দম্পতি জানিয়েছেন, জন্ম তারিখ এক হওয়ায় অনেকেই তাঁদের নিয়ে মজা করতেন। কিন্তু কোনদিন ভাবতেও পারেননি, তাঁরা যমজ ভাই-বোন। প্রথমে চিকিৎসকের কথা বিশ্বাস হয়নি। কিন্তু পরে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেখে বিশ্বাস হয়।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মাহবুব