হাতে হীরার আংটি মানে তো কোনো কথাই নেই! এক ধাক্কায় স্ট্যাটাস বেড়ে যাবে কয়েকগুণ। তবে কেউ যদি ৩৭ বছরেরও বেশি সময় ধরে নিজের অজান্তেই আঙ্গুলে হীরার আংটি পড়ে থাকে, তবে! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ব্রিটেনে।
গত শতাব্দীতে মাত্র ২০০ টাকায় কেনা আংটির দাম শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াল ৫.৪ কোটিতে। অথচ সেই আংটির মালিক তা জানতে পারলেন এই এতদিন পরে।
জানা গেছে, লন্ডনের মিডলসেক্সের একটি হাসপাতালের সামনে ‘কার বুট সেল’ থেকে মাত্র ২০০ টাকায় আংটিটি কিনেছিলেন ওই মহিলা। কিন্তু এতদিন হাতে পরে থাকলেও ঘুণাক্ষরে টের পাননি বিষয়টি। কিন্তু সম্প্রতি জানতে পেরেছিলেন তার হাতের আংটিটি আসলে হীরার। প্রথমে বিশ্বাস না হলেও পরে গয়নার দোকানে যাচাই করে জানতে পারেন, হাতের আংটিতে ২৬.২৭ ক্যারেট হীরা রয়েছে। এরপরে অবশ্য আর দেরি করেননি তিনি। নিলাম করেন আংটি। দাম ওঠে ভারতীয় মুদ্রায় ৫.৪ কোটি টাকা।
মনে করা হচ্ছে, আংটিটি ১৮০০ সালের, যখন কোনো হীরার খনি প্রায় ছিলো না। এটির পালিশও ছিল প্রাচীন পদ্ধতিতে। আর তাই আংটির পাথর সাধারণ কিছু নাকি আসল হীরা, তা চেনার উপায় ছিল না। তবে এখনো খানিক সন্দেহ থেকে গেছে। ইতিমধ্যে অনেকেই আংটিটি পরীক্ষা করেছেন। তবে তারাও ঠিক বলতে পারছেন না সেটির বয়স কত? এমনকী উদ্ধার হয়নি সেটির জন্ম রহস্যও। মনে করা হচ্ছে, কোনো রাজ পরিবারের সঙ্গে এর সম্পর্ক থাকলেও থাকতে পারে।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত