চেয়ারের সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড কাঁদছিল একটি ছোট্ট মেয়ে। এমন সময় তার কাছে এসে হাজির হয় তার প্রিয় পোষ্য হিমা নামের একটি বিড়াল। মিষ্টি নীলচে বিড়ালটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল খুদে মালকিনকে সান্ত্বনা দিতে।
সেই ঘটনারই একটি ভিডিওই এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল। ইমগুর নামের এক অনলাইন ইমেজ শেয়ারিং কমিউনিটিতে এর মধ্যেই ৯ লাখ ভিউ পেয়েছে এই ভিডিও। জন্মগত ভাবে রাশিয়ান হিমার নিজস্ব ইনস্টাগ্রামে এই মুহূর্তে ২৬০০ ফলোয়ার! খুদে মালকিনের চোখের পানি মোছাতে সে যে ভাবে আদর করছিল সেই ভঙ্গি সকলকে আকৃষ্ট করছে দারুণ ভাবে। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/হিমেল