বিপথগামী এক কুকুর পুলিশে যোগদান করেছে। বিষয়টি অবাক হবার মতো হলেও সত্য। শুধু তাই নয় কুকুরটিকে তার নিজস্ব পুলিশ ইউনিফর্ম, ক্যাপ এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
কুকুরটির নাম স্যাউজার আজুল। সে একবার রাস্তয় বিপদে পড়ে। সেখান থেকে উদ্ধার করেন নিকোলাস আলেজান্দ্রো নামের এক কলম্বিয়ার সামরিক রক্ষী এবং তাকে ইনফর্মার হিসেবে তাদের সঙ্গে চাকরি করার সুযোগ করে দেন তিনি। নিকোলাসের বন্ধুরা খুব খুশি হয়েছেন কুকুরটিকে তাদের সঙ্গে চাকরিতে যোগদান করানোর জন্য।
কুকুরটি এখন সম্পূর্ণ পুলিশ সদস্য। আজুল (কুকুরটি) তার দায়িত্বপূর্ণ কাজে সম্পূর্ণ পুলিশ অফিসারদের মতো নিজস্ব গাড়ি, ঘোড়া এবং মোটরসাইকেল ব্যবহার করেন। এমনকি তার কাজের স্বার্থে সে একটি পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করে। আজুল বাচ্চা এবং মহিলাদের সঙ্গে সেলফি তুলতেও বেশ পছন্দ করে।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/আরাফাত