টুরিস্টদের হাত থেকে মা-কে বাঁচাতে কান সাপটিয়ে, শুঁড় দুলিয়ে তাদের ভয় দেখাচ্ছে এই ‘বীরপুরুষ' হাতির বাচ্চা। এ ধরনের একটি ভিডিও গত ২৫শে মে আপলোড করা। এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন লাখ দেড়েক দর্শক।
মারিয়া আর আর্নল্ড ইয়ানসেন পোলোকভানে-তে ছিলেন তাদের এক বন্ধুর বাড়িতে। পরে এক দিনের জন্য ক্রুগার ন্যাশবাল পার্কে বেড়াতে যান। হাজার হোক ক্রুগার ন্যাশনাল পার্ক বলে কথা, যেখানে নাকি গ্যারান্টি দিয়ে আফ্রিকার জীবজগতের ‘বিগ ফাইভ' অর্থাৎ সিংহ, চিতাবাঘ, গণ্ডার, বুনোমোষ আর হাতির দেখা পাওয়া যায়।
ইয়ানসেনরা গাড়িতে করে সারাটা দিন ক্রুগার ন্যাশনাল পার্কে ঘুরলেন। দিনের শেষে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া পিচের রাস্তা ধরে অর্পেন গেটের দিকে ফিরছেন। ঠিক তখনই দেখেন উল্টো দিক থেকে আসছে একটি হাতি পরিবার।
বাকিটা গল্প। একরত্তি বাচ্চা হাতি হাঁকডাক দিয়ে, ল্যাজ আর শুঁড় নাড়িয়ে, হাতপাখার মতো কানগুলো দুলিয়ে, ঠিক বড়দের অনুকরণে গাড়ির দিকে তেড়ে তেড়ে আসছে আর এই দাঁত-বার-করে-হাসা টুরিস্টগুলোকে ভয় দেখাচ্ছে।