দক্ষিণ এশিয়ার একটি অন্যতম জনপ্রিয় খেলা ক্যারাম। ঘন্টার পর ঘন্টা যেন নিজের অজান্তেই পার হয়ে যায় যদি সামনে থাকে একটা ক্যারাম বোর্ড। তবে মজার ব্যাপার হলো, এ একই চিত্র দেখা যায় সৌদি আরবেও। বিশেষ করে রমজানে এ খেলা অত্যান্ত জনপ্রিয় হয়ে ওঠে বলে জানিয়েছে আল আরাবিয়ার একটি প্রতিবেদন।
জানা গেছে, সৌদি আরবের হিজাজ অঞ্চলে ক্যারাম খুবই বিখ্যাত ও ঐতিহ্যবাহী একটি খেলা। বিশেষকরে, রমজানে এর চাহিদা থাকে তুঙ্গে। রাতের বেলা দীর্ঘ সময় জেগে থাকতে হয় বলে সেসময় পর্যাপ্ত খেলার সময় পাওয়া যায়। এমনকি জনপ্রিয় দোকান ও ক্যাফেগুলো তাদের ক্রেতাদের জন্য ক্যারাম বোর্ড সরবরাহও করে থাকে।
এ ব্যাপারে সমাজ গবেষক খালেদ আল আওফি বলেন, এই পবিত্র রমজান মাসে তরুণরা এ খেলাতে আকৃষ্ট হয়ে থাকে। এই পুরনো খেলার সাথে স্মৃতি জড়িত আছে বলে তারা সেটা পছন্দ করে। রমজানে পরিবার ও বন্ধু-বান্ধব একত্রিত হয় বলে খেলাটা আরো জমে উঠে। এছাড়া, বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে ক্যারাম খেলা পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে আনে বলেও মনে করেন এই গবেষক।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ওয়াসিফ