পৃথিবীর অন্যসব মুক্তা থেকে সম্পূর্ণ আলাদা ‘দ্য স্লিপিং লায়ন’ নামের মুক্তাটি। এর ওজন ১২০ গ্রাম এবং এর দৈর্ঘ ২ দশমিক ৭ ইঞ্চি। স্বচ্ছ পানির মুক্তাখ্যাত পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই মুক্তাটি নেদারল্যান্ডে নিলামে উঠছে আজ।
মুক্তাটি তার আকৃতি এবং প্রাণীর মতো গঠনশৈলির জন্য গত ৩০০ বছর ধরে জনপ্রিয় হয়ে আছে। প্রথমদিকে এটি ব্যবসায়ীদের হাতে থাকলেও পরবর্তীতে এটি বিখ্যাত জুয়েলারি ব্যবসায়ীদের কাছে পৌঁছায়। এরপর নানা হাত হয়ে ইউরোপীয় রয়েল পরিবারের কাছে এসে পৌঁছায় মুক্তাটি।
আজ হেগের ভেনজুয়েচিস নিলাম হাউজে এটি বিক্রির জন্য তোলা হবে।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৮/ ওয়াসিফ