খেলার ছলে কয়েন গিলে ফেলে সঙ্কটজনক অবস্থায় পড়েছিল পাঁচ বছরের শিশু সালমা। চিকিৎসকদের সফল প্রচেষ্টায় গলা থেকে বের করা হয়েছে কয়েনটি।
ভারতের পশ্চিমবঙ্গের পুরাতন মালদহের যাত্রাডাঙার বাসিন্দা হাসিউর রহমানের মেয়ে সালমা খেলার ছলেই অসাবধানতাবশত এক টাকার একটি কয়েন গিলে ফেলে। সঙ্গে সঙ্গে শুরু হয় চরম শ্বাসকষ্ট। সমস্যা বুঝতে পেরে গলার ভেতর থেকে কয়েন বের করার চেষ্টা করেন হাসিউর ও তার স্ত্রী। কিন্তু এতে বিপদ আরো বেড়ে যায়। আরো গভীরে গিয়ে খাদ্যনালীতে আটকে যায় কয়েন।
শ্বাসকষ্টের পাশপাশি খাবারও বন্ধ হয়ে যায় শিশুর। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মৌলপুর ব্লক হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক অতীশ হালদারের নেতৃত্বে পাঁচ জনের চিকিৎসক দল কোনো রকম কাঁটাছেড়া ছাড়াই বিশেষ পদ্ধতিতে গলার ভেতরে পাইপ ঢুকিয়ে বের করে আনে কয়েনটি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন