Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ এপ্রিল, ২০১৯ ০৪:৪১
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯ ০৪:৫৩

বিশ্বের ক্ষুদ্রতম পুত্র সন্তান জাপানি দম্পতির কোলে!

অনলাইন ডেস্ক

বিশ্বের ক্ষুদ্রতম পুত্র সন্তান জাপানি দম্পতির কোলে!

জাপানের নাগানো শিশু হাসপাতালে গত ১ অক্টোবর জন্ম হওয়া রায়ুসুকে সেকিয়ার দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন দেখে ডাক্তারদের চোখ কপালে ওঠে। আপেল সদৃশ ২৫৮ গ্রাম ওজন ও বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্যের রায়ুসুকেই যে বিশ্বের ক্ষুদ্রতম সদ্যোজাত পুত্র, তা আর জানতে বাকি রইল না। 

জাপানের স্বাস্থ্য দপ্তর জানায়, গত বছরই টোকিও হাসপাতালে জন্ম হওয়া এক সদ্যোজাত পুত্রের ওজন হয়েছিল ২৬৮ গ্রাম। সেই রেকর্ড ভেঙে রায়ুসুকে সেকিয়া নতুন নজির গড়েছে বলেই মনে করা হচ্ছে।

ডাক্তাররা আরো জানিয়েছেন, রায়ুসুকে অপরিপক্ক শিশু। অপ্রত্যাশিতভাবে ২৪ সপ্তাহ পাঁচ দিনের মাথায়  হাসপাতালের ইমার্জেন্সি সিজারিয়ান বিভাগে তার জন্ম হয়। প্রসবের সময় রায়ুসুকের মায়ের হাইপারটেনশন ধরা পড়ায় গর্ভকালীন জটিলতা আরো বেড়ে গিয়েছিল বলেই জানিয়েছেন নাগানো শিশু হাসপাতালের ডাক্তাররা। লাইফ সাপোর্টের জন্য সদ্যোজাতকে নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। কখনো টিউবের মাধ্যমে, তো কখনও তুলো দিয়ে রায়ুসুকেকে মায়ের বুকের দুধ খাওয়ানো হতো।

জন্মের সাত মাস পর রায়ুসুকের ওজন ১৩ গুণ বৃদ্ধি পেলে ডাক্তাররা ওই শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য