১৯ মে, ২০১৯ ১০:১১

ইন্টারনেটের সেই তারকা বিড়ালের মৃত্যু

অনলাইন ডেস্ক

ইন্টারনেটের সেই তারকা বিড়ালের মৃত্যু

ইন্টারনেটে শুধু মানুষ নয়, ব্যতিক্রমী সব বৈশিষ্ট্যের জন্য বেশ কিছু পশু-পাখিও পেয়েছে জনপ্রিয়তা। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 'গ্রাম্পি ক্যাট' হিসেবে খ্যাতি পাওয়া এক বিড়াল। তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে হাসিয়েছে। তাই তার মৃত্যুও উঠে এসেছে আলোচনায়। মাত্র সাত বছর বয়সে লাখ লাখ ভক্তদের কাঁদিয়ে দুনিয়ার মায়া ছেড়েছে বিড়ালটি।

বিড়ালের মালিক নিজেই এ খবরটি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিবৃতিতে বলা হয়েছে, মূত্রনালীর সংক্রমণ সংক্রান্ত জটিলতায় ভুগছিল বিড়ালটি। মঙ্গলবার তার মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের আরিজোনার সেই বিড়ালের মৃত্যুর খবর বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। অনেকে আবার তার আত্মার শান্তি কামনা করেও পোস্ট দিচ্ছেন!

গ্রাম্পির আসল নাম টারদার সস। ২০১২ সালে তার নানা ভঙ্গিমার ছবি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়ে যায় বিড়ালটি।

সূত্র: ভার্জ

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর