ভিভিয়ান গোমেজ নামের এক মার্কিন নাগরিক ৬ জুন তার ঘরের বাইরের সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন। এতে দেখা গেছে অদ্ভূত ধরনের এক প্রাণীকে। এরইমধ্যে ফুটেজটি ভাইরাল হয়ে গেছে।
হলিউড ছবি 'হ্যারি পটার' এর জনপ্রিয় চরিত্র ডবির সঙ্গে ওই প্রাণীটির মিল রয়েছে। ফুটেজে প্রাণীটি হাঁটছিল, আর শরীরকে মুরগির মতো নাড়াচ্ছিল। হাাঁটার সময় তার পা গুলো বেঁকে যাচ্ছিল।
সূত্র: মিরর
বিডি প্রতিদিন/ফারজানা